26 C
আবহাওয়া
৯:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের মোমিন রোডে বিক্ষোভ

চট্টগ্রামের মোমিন রোডে বিক্ষোভ

মোমিন রোডে

চট্টগ্রাম: চট্টগ্রাম শহরের মোমিন রোডে ভ্যানে থাকা  ‘গণেশ প্রতিমা’তে পানি ছুঁড়ার ঘটনার ক্ষোভ জানাতে কয়েক শত সনাতন ধর্মাবলম্বী রাস্তায় নেমে আসে। তাতে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টা হতে  ওই রোডসহ চেরাগী পাহাড় মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে।

জানা যায়, নগরীর ব্যাটারগলি ধোয়াপাড়া সার্বজনিন পূজা উদযাপন কমিটির লোকজন রাতের দিকে আন্দরকিল্লা হাজারগলি থেকে ভ্যানযোগে প্রতিমা নিয়ে যাচ্ছিলেন। মোমিন রোডের কদম মোবারক গেইট পার হবার সময় উচু ভবন হতে কে বা কারা পানি ছুঁড়ে প্রতিমা লক্ষ্য করে।

এ নিয়ে ভবনটির বাসিন্দাদের সাথে প্রতিমা বহনকারীদের বাকবিতন্ডতা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্ঠি হয়।

ফেসবুকে এ ঘটনা ছড়িয়ে পড়লে আশপাশ এলাকার কয়েকশত সনাতন ধর্মাবলম্বী মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক গণমাধ্যমকে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক যেখান থেকে পানি ছুঁড়েছে বলে দাবি করা হচ্ছে, সেই কদম মোবারকের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের রুমে রুমে তল্লাশি চালান। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ