18 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » বাড্ডাতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাড্ডাতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর বাড্ডার বেরাইদ মোড়লপাড়া এলাকার একটি বাসা থেকে লাইলী জাহান সাথী (৩১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে বাড্ডার বেরাইদ মোড়লপাড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মোড়লপাড়ার ২১৭ নম্বর বাসায় যায়। সেখানে রান্নাঘরে জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত সাথী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার স্বামী পাঠাও চালক বলে জানতে পেরেছি। পারিবারিক কলহের জের স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দেন বলে শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তরে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ