17 C
আবহাওয়া
৮:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কিরগিজস্তানের কাছে হারলো বাংলাদেশ

কিরগিজস্তানের কাছে হারলো বাংলাদেশ

কিরগিজস্তানের কাছে হারলো বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : কিরগিজস্তানে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার কিরগিজস্তানের কাছে ৪-১ গোলে হারল বাংলাদেশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিশকেকের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলাটি শুরু হয়।

খেলার শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে কিরগিজস্তান। পুরাটা সময় এ চাপ অব্যাহত ছিল। খেলার ১০ মিনিটে কিরগিজস্তান এগিয়ে যায়। আলীমার্দন সুখোরভ ফ্রি কিক থেকে এলদার মলদোজুনুভ কাছের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন। ৪০ মিনিটে বাংলাদেশি জালে দ্বিতীয় গোল পায় কিরগিজস্তান। বিরতির পর ৪৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে সতীর্থের অ্যাসিস্টে তুরশোনালি রুস্তামাভব প্লেসিং করে দেন। ৩ গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ ৫২ মিনিটে একটি গোল শোধ করে। গোলটি করেন মাহবুবুর রহমান সুফিল । ৮৯ মিনিটে চতুর্থ গোল করে কিরগিজস্তান।

দুই ম্যাচ জিতে কিরগিজস্তান এই প্রতিযোগিতায় সেরা হয়েছে। ফিলিস্তিন এক ম্যাচে জয় ও হার নিয়ে রানার্স-আপ। আর বাংলাদেশ টানা দুই ম্যাচেই হেরেছে। এর আগে ফিলিস্তিনের সঙ্গে ২-০ গোলে হারে।

বিএনএনিউজ২৪.কম /এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ