15 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » সিনহা হত্যা মামলা, ওসি প্রদীপকে ন্যায্য সুবিধা দিতে আবেদন

সিনহা হত্যা মামলা, ওসি প্রদীপকে ন্যায্য সুবিধা দিতে আবেদন

ওসি প্রদীপ

বিএনএ কক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে কারাগারে ন্যায্য সুবিধা দেয়া হচ্ছে না। এমন অভিযোগ করেছেন তার আইনজীবী রানা দাশ গুপ্ত। প্রদীপকে ন্যায্য সুবিধা দিতে আাদলতে আবেদনও করেন তিনি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কক্সবাজার আদালত চত্ত্বরে আইনজীবী রানা দাশ গুপ্ত বলেন, যে সুযোগ সুবিধা দেয়ার কথা তা দেয়া হচ্ছে না। তাই আবেদন করা হয়েছে। আদালতে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী সকল ব্যবস্থা নিতে বলেছেন।’

মেজর (অব.) সিনহা হত্যা মামলার অন্যতম প্রত্যক্ষদর্শী হাফেজ মোহাম্মদ আমিনের সাক্ষ্য গ্রহণের বিষয়ে জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী বলেন, হাফেজ আমিন মূলত রোহিঙ্গা। সে নিজেই জানে না ওই মসজিদের কমিটিতে কারা আছে। যিনি মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম জানেন না। তিনি কী করে মসজিদের ইমাম হন। তবে, বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, এসব অভিযোগকে ভিত্তিহীন।আসামিপক্ষের আইনজীবীরা বিভিন্ন টালবাহানায় সময় ক্ষেপণ করছেন। সাক্ষীকে বিভ্রান্তির মধ্যে ফেলতে অপ্রয়োজনীয় কথা বলা হচ্ছে।

এরআগে,মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইলের আদালতে আলোচিত সিনহা হত্যা মামলার নির্ধারিত দ্বিতীয় ধাপের চারদিনের সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিন শেষ হয়। এদিন সাক্ষ্য দেন মামলার প্রত্যক্ষদর্শী বাহারছড়ার বায়তুন নুর জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আমিন। সেইসঙ্গে তাকে জেরাও শেষ করেছে আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলায় মামলার বাদীসহ ৫ জন সাক্ষী এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ