20 C
আবহাওয়া
৮:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় টিকাদান কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

আনোয়ারায় টিকাদান কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

আনোয়ারায় টিকাদান কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : আনোয়ারায় ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ কার্যক্রম পরিদর্শন এসেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলার ১১টি ইউনিয়নের অস্থায়ী ক্যাম্পে গণটিকার ২য় ডোজ কার্যক্রম পরিদর্শনে আসেন তিনি। দুপুর দুইটা নাগাদ আনুষ্টানিকভাবে পরিদর্শনে যান উপজেলা ৭নং সদর ইউনিয়ন পরিষদে।

এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও পরিষদের সদস্যরা ।

হাসপাতাল সূত্র জানায়, গত (৭ আগস্ট) যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদেরকে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। প্রতিটি ইউনিয়নে তিনটি বুথে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রথম ডোজ নেওয়া সর্বমোট ৬হাজার ৬০০জনকে টিকা প্রধান নিশ্চিত করা হয়েছে। পরে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে টিকা কার্যক্রম পরিদর্শন শেষে টিকা কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেন জেলা সিভিল সার্জন।

বিএনএনিউজ২৪/ এনামুল হক নাবিদ,আমিন

Loading


শিরোনাম বিএনএ