29 C
আবহাওয়া
৬:৪৩ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৫
Bnanews24.com
Home » জুলাই আন্দোলনে নিহত ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর

জুলাই আন্দোলনে নিহত ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর


বিএনএ, ডেস্ক : ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ছয় জনের মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আঞ্জুমান ইসলামের কাছে ওই ছয় লাশ হস্তান্তর করা হয়।

নিহতদের মধ্যে একজন নারী (৩২), বাকিরা পুরুষ। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে।

গত এক বছর ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পড়েছিল ওই ছয় মরদেহ। এ সময়ে তাদের খোঁজে আসেনি কেউ। এতে অজ্ঞাত হিসেবেই আজ তাদের দাফন করা হবে জুরাইন কবরস্থানে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা.কাজীগোলাম মোখলেসুর রহমান জানান, জুলাইয়ের আন্দোলনের সময় (৭ জুলাই থেকে ১৪ জুলাই) মধ্যে লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে। তাদের মধ্যে একজনের শর্ট গানের গুলি রয়েছে। বাকি পাঁচ জনকে ভোতা জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। তাদের মধ্যে সবার ডিএনএ আলামত সংগ্রহ করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ