17 C
আবহাওয়া
১২:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. সিয়াম (১৬)। মঙ্গলবার (৬ আগস্ট) রাত পৌন ১২টার সময় উপজেলার বার আউলিয়া এলাকার তাসিন শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শ্রমিক সিয়াম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাজলীপাড়া এলাকার মো. হারুনের ছেলে।

সিয়ামের চাচাতো ভাই মোহাম্মদ রমজান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে আহত অবস্থায় ভাটিয়ারির বিএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার তাকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে কারখানার নিরাপত্তারক্ষী মো. ইদ্রিস জানান, রাতে কারখানার ভেতরে বিদ্যুতের তার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সিয়াম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ