25 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সীমান্ত দিয়ে পলায়ন ঠেকাতে সহায়তা চায় বিজিবি

সীমান্ত দিয়ে পলায়ন ঠেকাতে সহায়তা চায় বিজিবি

বিজিবির অভিযান জুন মাসে ১৮৪ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

বিএনএ, ঢাকা : দেশের যেকোনো সীমান্ত দিয়ে পালানো ঠেকানোর জন্য সবার সহায়তা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়াও অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজিবির সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ‘দেশের যেকোনো সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বাংলাদেশের সব সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।’

এ ছাড়াও সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মোবাইল নম্বর দুটি হলো- ০১৭৬৯-৬০০৬৮২ এবং ০১৭৬৯-৬২০৯৫৪।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ