22 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ফুলগাজীতে জেলা প্রশাসকের মুহুরি নদীর ভাঙ্গন পরিদর্শন

ফুলগাজীতে জেলা প্রশাসকের মুহুরি নদীর ভাঙ্গন পরিদর্শন

ফুলগাজীতে জেলা প্রশাসকের মুহুরি নদীর ভাঙ্গন পরিদর্শন

বিএনএ, ফেনী: টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পানিতে ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) ভোরে ফুলগাজী উপজেলা সদরের উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ও উত্তর বরইয়া এনামের বাড়ির পাশে মুহুরী নদী বেড়িবাঁধ ভাঙ্গনের ফলে উত্তর বরইয়া, দৌলতপুরসহ ৫টি গ্রাম প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্থ হয় আমন বীজতলা, মাছের খামার ও পুকুর।

উত্তর দৌলতপুর গ্রামের স্থানীয়রা জানান, প্রতি বছরই সামান্য বৃষ্টি হলে নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়।

পানি নেমে গেলে উত্তর দৌলতপুরে ১০ মিটার ও উত্তর বরইয়ায় ১৫ মিটার মুহুরি নদীর ভাঙন স্থান নির্মাণ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, বন্যায় ৭০ একর ফসলি জমি ও ৩ একর সবজি ও বীজতলা পানিতে তলিয়ে গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক জানান, আগস্টের এই বন্যায় ৪৫ হেক্টর আয়তনের ৯৫টি পুকুরের ৪৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে।

ফুলগাজীতে জেলা প্রশাসকের মুহুরি নদীর ভাঙ্গন পরিদর্শন
ফেনী জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে ত্রাণ সহায়তা প্রদান করছেন

ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহিনা আক্তার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বদরুদ্দোজা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ শাহরিয়ার, ফুলগাজীর সহকারী কমিশনার (ভূমি) আল আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম।

এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ এলাকার লোকজনকে ত্রাণ সহায়তা প্রদান করেন এবং পানি উন্নয়ন বোর্ডকে ক্ষতিগ্রস্থ বাঁধ দ্রুত মেরামত করার অনুরোধ করেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, মুহুরি নদীর পানি বেলা ৩টায় ১১৫ সেঃ মিঃ বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, পানি একটু কমলেই মেরামতের কাজ শুরু করা হবে।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহিনা আক্তার বলেন, ফুলগাজীতে ২ স্থানে ভাঙ্গনের ফলে ৫ গ্রাম প্লাবিত হয়।

তিনি আরও বলেন, ফুলগাজী সদর ইউনিয়নের ২টি ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষে ২ লক্ষ টাকা ও ৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ত্রাণ সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ঔষধ বিতরণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ জনপদের মানুষদের যদি সরানোর প্রয়োজন হয় তবে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন,বিএম/ হাসনাহেনা 

Loading


শিরোনাম বিএনএ