17 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত


বিএনএ, বরিশালঃ পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. রিফাত মাতব্বর (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (৬ আগস্ট) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের ছিটকা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী  রিফাত মাতব্বর কালিশুরী ইউনিয়নের শাহলাম মাতব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিফাত বাসা থেকে মাদবার বাজারে যাওয়ার পথে মাদবার বাজারে পূর্ব পাশে অজ্ঞাত গ্যাংয়ের সক্রিয় সদস্যরা এলোপাথাড়িভাবে তাকে ছুরিকাঘাত করে। শিক্ষার্থী রিফাতের গলা ক্ষতিগ্রস্ত হয়। রাত সাড়ে ৮ টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বাউফল থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমি জেনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ