32 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চবি তিনদিন বন্ধ ঘোষণা

চবি তিনদিন বন্ধ ঘোষণা

চবি তিনদিন বন্ধ ঘোষণা

বিএনএ, চট্টগ্রাম: ভারী বর্ষণ ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) পর্যন্ত তিনদিন বন্ধ ঘোষণা করা হয়।

সোমবার (৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল বর্ষণজনিত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সব কাজ চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ