19.5 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভয়াবহ বন্যার কবলে চকরিয়া, নিহত ২

ভয়াবহ বন্যার কবলে চকরিয়া, নিহত ২


বিএনএ, কক্সবাজার: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা। সোমবার (৭ আগষ্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায়, দুয়েকটি ইউনিয়ন ছাড়া সব ইউনিয়ন প্লাবিত হয়েছে । এতে গবাদিপশু, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত, রাস্তা-ঘাটসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন অনেকে ।

আজ সকাল থেকে উপজেলা সদরের সাথে ইউনিয়নের গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । জরুরি কোথাও যেতে হলে নৌকা বা বোট নিয়ে চলাচল করতে দেখা যায় ।

বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানা যায়, লক্ষ্যারচর ইউনিয়নে শাহ আলম (২৮) নামের এক যুবক নদীতে লাকড়ি ধরতে নেমে নিখোঁজ হয়েছে। অপরদিকে বরইতলী ইউনিয়নের বরগুনা এলাকায় পাহাড় ধ্বসে ২ শিশু নিহত হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি।

পাহাড় ধ্বসে নিহতের বিষয়টি নিশ্চিত করেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান। নিখোঁজ শাহ আলমের সন্ধানে বিভিন্ন ইউনিয়নে খোঁজ-খবর নিয়েও সন্ধান পায়নি বলে জানান লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল্লাহ।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ