25 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ গ্রেপ্তার ১

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ রবিউল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

গ্রেপ্তার যুবক রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ইউসুফ আলীর ছেলে।

সোমবার (৭ আগস্ট) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, রোববার (৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলায় একতা পরিবহন কাউন্টারের সামনে পাঁকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে কানসাট হতে ঢাকাগামী একতা পরিবহনের যাত্রী রবিউলকে তল্লাশী শুরু করে ডিবি পুলিশ। এক পর্যায়ে আসামির পরিহিত প্যান্টের সামনের বেল্টের নাভির নিচে অভিনব কায়দায় সেটিং অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।

জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএমের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) মো. রোকনুজ্জামান সরকারের তত্ত্বাবধানে ও এসআই আসগর আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ