26 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়া দলের নতুন অধিনায়ক মিচেল মার্শ

অস্ট্রেলিয়া দলের নতুন অধিনায়ক মিচেল মার্শ


বিএনএ, স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন মিচেল মার্শ। এ মাসের শেষে দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন এ অলরাউন্ডার।

সোমবার (৭ আগস্ট) দলে বেশ কিছু পরিবর্তন এনে ১৪ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্টেলিয়া। প্রথমবারের মতো অস্ট্রেলিয়া জাতীয় দলে ডাক পেয়েছেন স্পেন্সার জনসন, অ্যারোন হার্ডি ও ম্যাট শর্ট। বাদ পড়েছেন ম্যাথেউ ওয়েড ও কেন রিচার্ডসন।

চলতি বছরের শুরুতে ক্রিকেটকে বিদায় জানান অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার নেতৃত্বে ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, যা অধিনায়ক হিসেবে রেকর্ড। তবে ফিঞ্চ অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কের স্থান এতদিন পর্যন্ত ফাঁকাই ছিল। সম্ভাব্য অধিনায়ক হিসেবে মার্শের নাম উচ্চারিত হয়েছে প্রবলভাবেই। শেষ পর্যন্ত মার্শই পেলেন টি-টোয়েন্টি দলের দায়িত্ব।

অস্ট্রেলিয়া জাতীয় দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন স্পেন্সার জনসন, অ্যারোন হার্ডি ও ম্যাট শর্ট। তবে দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার ম্যাথু ওয়েড ও পেসার কেন রিচার্ডসন।

আপাতত শুধু এক সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে মার্শকে। তবে লম্বা সময়ের জন্য তার নেতৃত্ব পাওয়াও একরকম নিশ্চিত। ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটেও নেতৃত্ব দেওয়া হতে পারে ৩১ বছর বয়সী এই অলরাউন্ডারকে।

আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া দল। বিশ্বকাপে ভারতে আসার আগে প্রস্তুতি হিসাবে এই দুই দল যে এই সিরিজ খেলছে তা বলাই বাহুল্য।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল : মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, ন্যাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ