বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে নিপা পালিত (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিয়াহাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিপা ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি থেকে নাজিরহাট কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় ড্রেনে পড়ে নিপা পালিত মারা গেছে।
নিহতের বড় ভাই বাদল পালিত বলেন, নিপা হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাড়ির পাশে একটি ড্রেনে পড়ে যায়। নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। যার কারণে ড্রেনে পড়লে সে আর উঠতে পারেনি। পরে খবর পেয়ে বাড়ির সামনের সড়কে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।
হাটহাজারী থানার পরিদর্শক নুরুল আলম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাড়ির সামনের সড়কে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে, কিন্তু অস্বাভাবিক মৃত্যু হওয়ায় আমরা মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
বিএনএনিউজ/বিএম