16 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নদীতে পলিথিন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ

নদীতে পলিথিন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ

নদীতে পলিথিন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ

বিএনএ, নেত্রকোণা: বৃষ্টি থেকে রক্ষা পেতে মাথায় পলিথিন দিয়েছিলেন। সেই পলিথিনের কারণেই নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ চান মিয়া (৫৫) নামের এক কৃষক। সোমবার (৭ আগস্ট) সকালের দিকে নেত্রকোণার ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠাখালি এলাকায় মঙ্গলেশ্বরি নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ চান মিয়া ওই ইউনিয়নের তিলকপুর গ্রামের মোহাম্মদ লাল হোসেনের ছেলে। বিকেল সাড়ে চারটায় এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কলমাকান্দার ভারতীয় সীমান্ত এলাকায় বৃষ্টিপাত হচ্ছিল। এই বৃষ্টির মাঝেই মোহাম্মদ চান মিয়া অন্য দুইজন লোক নিয়ে জমিতে আমনের চারা রোপনের জন্য বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি প্রশস্থ একটি পলিথিন মাথার ওপর ধরে রাখেন। কিন্তু মঙ্গলেশ্বরী নদীর বাঁশের সাঁকো পারাপারের সময় দমকা হাওয়া পলিথিনটি উড়িয়ে নিয়ে নদীতে ফেলে দেয়। এই পলিথিন উদ্ধারের জন্য নদীর পানিতে ঝাঁপ দিয়ে মোহাম্মদ চান মিয়া আর উঠে আসে নাই।

বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল,বিএম

Loading


শিরোনাম বিএনএ