32 C
আবহাওয়া
২:২৭ অপরাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » অক্টোবর থেকে লোডশেডিং থাকবে না: নসরুল হামিদ

অক্টোবর থেকে লোডশেডিং থাকবে না: নসরুল হামিদ

নসরুল হামিদ

বিএনএ ডেস্ক: অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, আর লোডশেডিং থাকবে না এমন কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, কে চায় মানুষকে ভুক্তভোগী করতে? কেউ চায় না। আমরা বুঝতে পারছি। এটা সাময়িক।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে। এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে অর্ধেকেরও কম, লোডশেডিং থেকে বেরিয়ে আসবে।

নসরুল হামিদ বলেন, আমরা উৎপাদন বাড়াবো। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো। সবাইকে ধৈর্য্য ধরার অনুরোধ জানান তিনি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ