বিএনএচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে মুনতাসির মুর্তজা রওনক (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৭ আগস্ট) সকালে পাহাড়তলী থানার ফইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন।
তিনি জানান, ওই কিশোরীকে পড়াশোনার ব্যাপারে বকাঝকা করায় অভিমান করে আত্মহত্যা করেছেন বলে শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিএনএনিউজ/মনির