বিএনএ,গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের জনসাধারণের মাঝে (কোভিট -১৯) করোনা ভাইরাসের টিকাদান সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত চলে। এ সময়ে উৎস মুখর ও আনন্দগণ পরিবেশে উপজেলার ৬ হাজার ৬০০ জনের মাঝে করোনার টিকা প্রদান সম্পন্ন হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সন্ধায় এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রণয় ভূষণ দাস জানান, এক দিনে একযোগে ১১টি কেন্দ্রে ৩৩টি বুথে ৬ হাজার ৬০০ মানুষকে গণটিকা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, উক্ত টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্থানীয় এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শামছুল আলম প্রধান প্রমুখ।
এম. এস. রুকন ( গাজীপুর).