বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৯ জুয়াডিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ৬ আগস্ট) রাত সোয়া ১টার দিকে নগরীর বাকলিয়া থানার পূর্ব বাকলিয়াস্থ কমিশনারপাড়া পেটিস কলোনী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ প্যাকেটে তাসের বান্ডিল ও নগদ ৩০৪০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মোরশেদ(২২), ইসহাক মিয়া(৩২), মো. বেলাল উদ্দিন(২১), মো. সুমন(১৯), মো. শহিদুল ইসলাম(২৩), মো. জয়নাল(২২), মো. ফারুক(২৯), মো. সাব্বির হোসেন(২০) ও সায়েম(২০)।
তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিএনএনিউজ২৪/আমিন