18 C
আবহাওয়া
৮:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি প্রাণহানি

বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি প্রাণহানি


বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৭ লাখ লোকের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (৭ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ লাখ ৯০ হাজার ৪২৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ২৪ লাখ ২ হাজার ১৮৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ১৯ লাখ ৩ হাজার ২০৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ১৩৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৪১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৭১১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ৯ হাজার ৬২০ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৩২ হাজার ৬৪১ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ৪৭২ জন। এছাড়া, ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৪৮৩ জন। মারা গেছেন ৪ লাখ ২৭ হাজার ৪০১ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ১৫০ জন। আর করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনের। সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ