ফেনী প্রতিনিধি: জেলার ছাগলনাইয়ায় বিনামূল্যে এলাকার শিক্ষিত বেকার যুবক- যুবতিদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রথম বারের মতো উপজেলা ফ্রিল্যান্সিং ক্লাব’র শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার(৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা ফ্রিল্যান্সিং ক্লাব সভা কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মোমিন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ফেনী জেলা আইটি অফিসার রাশেদুল আলম।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফ্রিল্যান্সার আবদুল্লাহ আল মাসুম, ফ্রিল্যান্সার প্রশিক্ষনার্থী মোঃ এনায়েত উল্যাহ সোহেল প্রমুখ।

বাংলাদেশের এই প্রথম ফ্রিল্যান্সিং ক্লাব উদ্বোধন হয়েছে। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেন, আমরা ফেনীতে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।
তিনি আরও বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবকরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান করতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে সহয়তা করবে। নতুনদের উদ্বুদ্ধ করবে ছাগলনাইয়া ফ্রিল্যান্সিং ক্লাবটি। যেখানে নতুনরা সফলতার বাস্তবিক গল্প শুনবে এবং নিজেরাই অনুপ্রাণিত হয়ে কাজ শুরু করবে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ৫০জন শিক্ষিত বেকার যুবকদের অংশগ্রহণে ক্লাবটির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। উল্লেখ্য, আগামী ১১ জুলাই সরকারী ভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের এর ২য় ব্যাচ উদ্বোধন হতে যাচ্ছে।
বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন, এসজিএন/এইচমুন্নী