28 C
আবহাওয়া
১১:১৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » বিএম ডিপোর আগুন: ডিএনএ টেস্টে ১৪ জনের পরিচয় শনাক্ত

বিএম ডিপোর আগুন: ডিএনএ টেস্টে ১৪ জনের পরিচয় শনাক্ত

বিএম ডিপোর আগুন: ডিএনএ টেস্টে ১৪ জনের পরিচয় শনাক্ত

বিএনএ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণে নিহত আরও ১৪ জনের পরিচয় মিলেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মরদেহ শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তার কাছে পরিচয় শনাক্তের প্রতিবেদন পাঠানো হয়।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে ঢাকা সিআইডির ফরেনসিক ল্যাবের ডিএনএ বিভাগে কর্মরত উপ-পরিদর্শক মো. সাইফুল বলেন, শনাক্তদের মধ্যে ফায়ার সার্ভিস সদস্যের মরদেহও থাকতে পারে।

এদিকে সিআইডি ১৪ জনের পরিচয় শনাক্তের কথা জানালেও মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, আটজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ফায়ার সার্ভিসের কোনো সদস্যের মরদেহ নেই বলে দাবি করেন তিনি।

শনাক্ত হওয়া মরদেহের মধ্যে আছে, আখতার হোসেন, আবুল হাশেম, মনির হোসেন, বাবুল মিয়া, সাকিব, মো. রাসেল, মো. শাহজাহান ও আব্দুস সোবহান ওরফে আব্দুর রহমান।

বিএম ডিপোর আগুনে এখন পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া ১৪ জনসহ ৪৩ জনের পরিচয় শনাক্ত হলো। এখনও আটজনের পরিচয় শনাক্ত করা যায়নি।

তদন্ত কর্মকর্তা সুমম বণিক বলেন, শনাক্ত হওয়া আটজনের পরিবারকে খবর দেয়া হয়েছে। যারা আসবেন, তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএ/ এ আর

Total Viewed and Shared : 138 


শিরোনাম বিএনএ