21 C
আবহাওয়া
৮:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


বিএনএ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে ধলেশ্বরী টোল প্লাজা এবং পদ্মা সেতুর টোল প্লাজার যানবাহনের পারাপারের স্বাভাবিক দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ ও একটু বাড়ে।

এদিকে, ঢাকার অদূরে ধলেশ্বরী টোল প্লাজায় আগে পাঁচটি লেন থাকলেও বর্তমানে সাতটি লেন দিয়ে যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। ঈদ উপলক্ষ্যে যানবাহনের অতিরিক্ত চাপকে বিবেচনায় রেখে আরও দুটি লেন অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট লাইন দিয়ে নির্দিষ্ট যানবাহনের টোল আদায়ের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টোল প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, সকাল থেকে যানবাহনের চাপ খুব একটা নেই। অন্যান্য দিনের মতো যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনের অতিরিক্ত চাপ থাকতে পারে, এজন্য দুটি লেন অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট লেন দিয়ে যানবাহনের টোল আদায় করা হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ