বিএনএ, ডেস্ক, ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় ভারতের আসাম-মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী মেঘালয় অংশে এই ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) জানায়, লাখিপুর শহরের সাত কিলোমিটার দক্ষিণে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। এই ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিএনএনিউজ২৪/ এমএইচ