26 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সিম কার্ড কিনতে খরচ বাড়ছে

সিম কার্ড কিনতে খরচ বাড়ছে


বিএনএ ডেস্ক : ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন সিম কেনার ক্ষেত্রে  ৩০০ টাকা ধার্য করা হয়েছে। যা আগের বছরের তুলনায় ১০০ টাকা বেশি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় এ কথা বলেন।

বলা হয়, সিমকার্ড বা ই-সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করার প্রস্তাব করা হলো।

সম্পূরক শুল্ক ও ভ্যাট বাড়ায় মোবাইল ফোনে নতুন সংযোগ কিনতে গ্রাহককে বেশি অর্থ ব্যয় করতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশে সক্রিয় সিম ছিল ১৯ কোটি ৩৭ লাখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ