26 C
আবহাওয়া
১০:৩৬ পূর্বাহ্ণ - মে ২৭, ২০২৪
Bnanews24.com
Home » অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

ঢাকা-চিলাহাটি নতুন আন্তঃনগর ট্রেন উদ্বোধন ৪ জুন

বিএনএ, নেত্রকোনা : অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল জালশুকা স্টেশন থেকে ট্রেন ছেড়ে আসা ট্রেন। বুধবার (৭ জুন) বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ-জারিয়া রেলপথের জালশুকা লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়,  নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা এলাকায় রেললাইনের ওপর বালুবাহী একটি ট্রাকের অ্যাক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি রেললাইনে আটকে যায়। একইসময় ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে জালশুকা স্টেশন থেকে ট্রেন ছেড়ে আসে। এ ঘটনার পাঁচ মিনিটের মধ্যে স্টেশন মাস্টারকে ফোনে বিষয়টি জানানো হলে ট্রেনটি থামানো হয়। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

জালশুকা লেভেল ক্রসিংয়ের গেটম্যান শামছুল হক বিএনএকে জানান, ট্রেনে আসার কয়েক মিনিট আগে রেললাইনে উঠতেই একটি ট্রাকের অ্যাক্সেল ভেঙে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে ফোনে জালশুকা স্টেশন মাস্টারকে জানিয়ে ট্রেনটি থামানো হয়।

পূর্বধলা স্টেশন মাস্টার আবদুল মোমেন বিএনএকে বলেন, ট্রাকের অ্যাক্সেল ভেঙে যাওয়ার খবরে জালশুকা স্টেশনে ট্রেনটি প্রায় ৫০ মিনিট থামিয়ে রাখা হয়। পরে ট্রাকটি সরিয়ে আবার লাইন স্বাভাবিক করা হয়।

বিএনএ,ফেরদৌস আহামেদ বাবুল,জিএন

Loading


শিরোনাম বিএনএ