31 C
আবহাওয়া
৩:২৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৩
Bnanews24.com
Home » প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার

প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার

সাতকানিয়ায় নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে একটি প্রাইভেটকারের ভেতর থেকে দেলোয়ার হোসেন (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪০) নামের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার (পরিদর্শক তদন্ত) শাহ আলম।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেটকারের ভেতরে দুটি মরদেহের সংবাদ পায়। খবর পেয়ে তেজগাঁও এলেন বাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার একটি প্রাইভেটকারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বিস্তারিত উদঘাটনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ধারণা করা হচ্ছে যৌন উত্তেজক ওষুধ খেয়ে তারা মারা গেছেন। মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম

Total Viewed and Shared : 1430 


শিরোনাম বিএনএ