27 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বিজ্ঞপ্তি প্রকাশ হলেও ওয়েবসাইটে নেই রাবির ‘এ’ ইউনিটের ফল

বিজ্ঞপ্তি প্রকাশ হলেও ওয়েবসাইটে নেই রাবির ‘এ’ ইউনিটের ফল


বিএনএ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে বলে বিজ্ঞপ্তি  দেওয়া হলেও ওয়েবসাইটে নেই ফল। এতে চরম ভোগান্তিতে ও বিভ্রান্তিতে পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকে ওয়েবসাইটে দেখা গেছে শুধু ‘সি’ এবং ‘বি’ ইউনিটের ফল দেখা যাচ্ছে। ‘এ’ ইউনিটের কোনো ফল পাওয়া যাচ্ছে না সেখানে।

এ বিষয়ে ‘এ’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসাইন বলেন, “আমরা রেজাল্ট ঠিক করে আজ রাত আটটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে জমা দিয়েছি। তবে তারা যদি ওয়েবসাইটে সেটা পাবলিশ না করে আমাদের কিছু করার নেই। গতবছর আমরা দেখেছি রেজাল্ট আইসিটি সেন্টারে দেওয়ার পরপর রেজাল্ট ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় তবে এবছর কেন দেওয়া হয়নি সেটা জানি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিএনএনিউজ/সৈয়দ সাকিব/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ