জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ৮জুন বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রাণালয়, সেইফ, নৌ পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট যৌথ উদ্যেগে কক্সবাজারে বঙ্গবন্ধু বে অব বেঙ্গল ফেস্টিবাল-২২ শুরু হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৮-৯টা লাবনী বিচ পয়েন্ট, সমুদ্র সৈকত পরিচ্ছন্ন কার্যক্রম(সকাল ৯টা-১০টা) লাবনী বিচ এরিয়া, ব্লু ইকোনমি বিষয়ক সেমিনার সকাল ১০টা- বেলা ১টা, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, বিচ ভলিবল বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা, সুগন্ধা বিচ পয়েন্ট, একই সময়ে সার্ফিং কলাতলী বিচ পয়েন্ট, বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব এর সমাপনী অনুষ্ঠান হবে উন্মুক্ত মঞ্চ লাবনী বিচ পয়েন্ট।
বিএনএনিউজ২৪, এসজিএন