33 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - মে ৮, ২০২৫
Bnanews24.com
Home » ভারত-পাকিস্তান উত্তেজনায় ‘উদ্বেগ’ প্রকাশ করল চীন

ভারত-পাকিস্তান উত্তেজনায় ‘উদ্বেগ’ প্রকাশ করল চীন


বিএনএ, বিশ্বডেস্ক : আজাদ কাশ্মীর ও পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক হামলার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। সেই সঙ্গে ভারত-পাকিস্তান উভয় পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে তারা।

বুধবার(৭ মে) সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী, যারা একে অপরের পাশেই অবস্থিত এবং উভয়েই চীনের প্রতিবেশী। আর চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে’।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘আমরা দুই দেশকে আহ্বান জানাই, যাতে তারা সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার প্রেক্ষাপটকে অগ্রাধিকার দেয় ও শান্ত থাকে। তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে’।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ