28 C
আবহাওয়া
১০:৩৪ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৫
Bnanews24.com
Home » সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু


বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে চট্টগ্রাম থেকে ভ্রমণে আসা এক পর্যটকের মৃত্যু হয়েছে। ওই তরুণ পর্যটক মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (৭ মে) দুপুর দেড় টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিষ্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

নিহত আরাফাত হোসেন (২২), চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা।

পর্যটন সেলের ম্যাজিষ্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার থেকে ১২ জনের একটি পর্যটক গ্রুপ কক্সবাজার ভ্রমনে আসেন। তারা সুগন্ধা পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামলে একজন মৃগীরোগে আক্রান্ত হয়ে মাথা ঘুরে পানিতে পড়ে যায়। বীচ কর্মী এবং লাইফ গার্ডের যৌথ সহযোগিতায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে পর্যটকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ