28 C
আবহাওয়া
৮:৩৩ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৫
Bnanews24.com
Home » সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাবের অনুমতি দিল পাকিস্তান

সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাবের অনুমতি দিল পাকিস্তান


বিএনএ বিশ্ব ডেস্ক : ভারতের  হামলার প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে ‘পাল্টা জবাব’ দেওয়ার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) রাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এনএসস ‘র বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পাকিস্তানের শীর্ষ নিরাপত্তাবিষয়ক এই কমিটি বলেছে, ভারতের হামলার জবাবে “যথাযথ স্থান ও সময়ে উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে” ইসলামাবাদ। একই সঙ্গে আত্মরক্ষার অধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীকে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সামরিক বাহিনী বুধবার রাত ১২টার পর পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দাবি করেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়, এ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে নিহতের সংখ্যা ২৬।

এই ঘটনার পর থেকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, পাল্টা প্রতিরোধে তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারতীয় কর্মকর্তারা তিনটি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ