বিএনএ, বিশ্বডেস্ক : দাবানলে পুড়ছে কানাডার পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা । সবচেয়ে খারাপ অবস্থা আলবার্টা প্রদেশের। এরই মধ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (৬ মে) এই জরুরি অবস্থা ঘোষণা করে প্রাদেশিক কর্তৃপক্ষ।
আলবার্টায় শতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২২ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। এ ছাড়া প্রবল বাতাসের কারণে অনেক এলাকায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশজুড়ে দাবানল ছড়িয়ে পড়ার পরে আলবার্টা জরুরি অবস্থা ঘোষণা করে। এ ছাড়া প্রায় ২৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন ভ্যালি ও ফক্স লেক। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে ড্রেটন ভ্যালি এবং প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেক অবস্থিত। সেখানে ২০টি বাড়ি পুরোপুরি পুড়ে গেছে।
বিএনএ/ওজি