শনিবার (৬ মে) রাতে কোপা দেল রে’র ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিল রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেছেন রদ্রিগো। ওসাসুনার পক্ষে একমাত্র গোলটি লুকাস তোরের।
নয় বছর পর ফাইনালে ওঠা রিয়ালের ভাগ্য বদল হলো দুই ব্রাজিলিয়ানের যুগলবন্দীতে। ভিনিসিউস জুনিয়র বল বানালেন, গোল করলেন রদ্রিগো। তাতে নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের ২০তম কোপা দেল রে শিরোপা।
বিএনএ,জিএন