বিএনএ,জামালপুর: জামালপুরের যমুনা সার কারখানার রাসায়নিক প্ল্যান্টের ভ্যাসেলে লিকেজ দেখা দেওয়ায় অগ্নিকাণ্ডের শঙ্কায় কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।শনিবার (৭ মে) সন্ধ্যায় লিকেজ দেখা দিলে অগ্নিকাণ্ডের শঙ্কায় ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ।
তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই কারখানার উৎপাদন বন্ধ করে দিয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের শঙ্কার হাত থেকে কারখানাকে রক্ষা করে কারখানা কর্তৃপক্ষ। কারখানার রাসায়নিক বিভাগের অতিরিক্ত প্রধান আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাসায়নিক প্ল্যান্টের ভ্যাসেল লিকেজ হওয়ার অগ্নিকাণ্ডের শঙ্কায় তাৎক্ষণিক উৎপাদন বন্ধ করে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে অগ্নিকাণ্ডের তেমন কোন ঘটনা ঘটেনি। লিকেজ মেরামত করে উৎপাদনে যেতে কয়েকদিন সময় লাগবে।
বিএনএ/শাহীন, এমএফ