বিএনএ, সাভার : সাভারের আশুলিয়ায় ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
শুক্রবার (০৭ মে) বিকেলে উপজেলার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুরের মোঃ ফরিদুল ইসলাম (৪২), কুমিল্লার মোঃ ইমরান খান (২৭), কুমিল্লার মোঃ হাবিবুর রহমান (১৯)।
র্যাব জানায়, দুপুরের দিকে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ৪৭৮ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ ও ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে র্যাব-৪ সিপিসি-২ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপযোগে গাঁজা এনে রাজধানীসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতো।
এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিএনএনিউজ/ ইমরান খান/ এইচ.এম।