বিএনএ, চট্টগ্রাম : চট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাসুদ পারভেজ(৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত আটটার দিকে নগরের মেহেদীবাগ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ডা. মাসুদ পারভেজ ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ২১তম ব্যাচের শিক্ষার্থী।
স্বাধীন চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর বলেন, রাতে নামাজ পড়ার সময় তিনি অসুস্থতাবোধ করেন। এসময় তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিনের বড় ছেলে ডা. মাসুদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং বৃদ্ধ পিতা,বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. মাসুদের প্রথম নামাজে জানাজা শুক্রবার সকাল ১০টায় চমেক মসজিদে এবং বেলা ১১টায় সীতাকুণ্ড সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জুমা বারৈয়াঢালা ইউনিয়নের বহরমপুর নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডা. মাসুদ পারভেজের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া প্রমুখ।
ডা. মাসুদ পারভেজের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। এক শোক বার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামরা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
বিএনএনিউজ২৪/আমিন