জন্মদিনের পরদিন নৃশংসতায় খুন হলো কালিদহের তানিশা
ফেনী প্রতিনিধিঃ
৫ মে ছিল তানিসার জন্মদিন।১১ বছর আগে এদিনে প্রবাসী শহিদুল ইসলাম ও তাসলিমা আক্তারের সংসারে খুশির বন্য নিয়ে আসে ফুটফুটে তানিসা।প্রতি বছর দিবসটি ওই পরিবারের জন্য আনন্দের। জন্মদিনের পরদিনই নিজ বাড়ীতে ৬ মে (বৃহস্পতিবার) রাতে নৃশংসতার শিকার হয়ে প্রাণ গেল তানিসার।
রাত সাড়ে নয়টার দিকে ঘরের ছাদে অজ্ঞাত দূর্বৃৃত্তরা তাকে জবাই করে খুন করে।ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার কালিদহ গ্রামে। নিহত কিশোরী শহরের ডাক্তারপাড়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।তিন ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল তানিসা ইসলাম।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, খবর পেয়ে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী সহ জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে।নিহত তানিশার গলায় ধারালো অস্রের আঘাত ও রশি পেছানো ছিল।পুলিশ সন্দেহভাজন তার জেঠাতো ভাই নিশানকে আটক করেছে।
এদিকে তানিসার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত নারী পুরুষ ওই বাড়িতে ভীড় জমায়।ডাকাতি করতে এসে দূবৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারনা।তবে পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে বলে জানান ওসি তদন্ত ওমর হায়দার।
নিজাম , এস জি এন