17 C
আবহাওয়া
১১:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যুর দিনে আক্রান্ত আরও ১০৮

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যুর দিনে আক্রান্ত আরও ১০৮


বিএনএ, চট্টগ্রামচট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় ১ হাজার ৮৬টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ১০৮ জন। যাদের মধ্যে নগরের ৮৬ জন এবং উপজেলার ২২ জন। এ নিয়ে চট্টগ্রামে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৪৩ জন। এসময় চট্টগ্রাম নগরে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩ জন। শুক্রবার (৭ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৫৮টি নমুনা পরীক্ষায় ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষায় ১৩জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৫টি নমুনা পরীক্ষায় ১২জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭২টি নমুনা পরীক্ষায় ১০ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষায় ৮ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষায় ২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষায় ১০ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। এদিন চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১০৮ জন বেড়ে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮৩ জন। যাদের নগরের ৪০ হাজার ৮৮০ জন এবং উপজেলার ১০ হাজার ১২৮ জন। এসময় চট্টগ্রামে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৫২ জন। এদের মধ্যে নগরে ৪০৯ জন এবং উপজেলার ১৪৩ জন। একই সময় উপজেলায় ৪১ জন এবং নগরে ৯ জন সুস্থ হয়েছে।

বিএনএনিউজ২৪/ আমিন 

Loading


শিরোনাম বিএনএ