29 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বিএনএ,ঢাকা: পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয় এসময় ইলিশের নামে জাটকা খাওয়া হয় যা সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন।

সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া শুরু হয়েছে ঢাকায়। সারা দেশে এমনটা করে না। একে আরোপিত সংস্কৃতি উল্লেখ করে এসময় শাক, পোড়া মরিচ ও ভর্তা খাওয়ার কথা বলেন।

ইলিশ রক্ষায় আগামীকাল ৮ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এসময় জাটকা সংরক্ষণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। এরপরও কেউ জাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আখতার।

বিএনএ,নিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ