27 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইরানি হামলার ভয়ে দূতাবাস খালি করছে ইসরায়েল

ইরানি হামলার ভয়ে দূতাবাস খালি করছে ইসরায়েল


বিএনএ ডেস্ক : সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি বিমান হামলার প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান।
ইরানি হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করেছে ইসরায়েল।

এরই মধ্যে কমপক্ষে ২৮টি দূতাবাস বা কনস্যুলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে তেল আবিব। ইসরায়েল যেসব দেশে তার দূতাবাসগুলো খালি করে ফেলেছে সেসব দেশের মধ্যে বাহরাইন, মিশর, জর্ডান, মরক্কো এবং তুরস্কও রয়েছে।

ইসরায়েলকে  শাস্তি দেয়ার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান।

শুক্রবার  ঐতিহাসিক আল-কুদস দিবসে সিরিয়ায় নিহত বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের জানাজায় উপস্থিত হয়ে মেজর জেনারেল হোসেইন সালামি ইসরাইলকে ইঙ্গিত করে বলেন, যারাই ইরানকে ধ্বংসের চেষ্টা করবে তাদেরই কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।

এ দিকে ইরান ও ইসরাইয়েলের মধ্যে যুদ্ধের আশঙ্কায় শঙ্কিত যুক্তরাষ্ট্র। তেল আবিবকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছে দেশটি। ইরানের সম্ভব্য হামলা ও ধরন নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

যুক্তরাষ্ট্রের ধারণা, এবার হয়তো মিত্র কোনো গোষ্ঠীকে দিয়ে নয়, ইরান সরাসরিই ইসরাইলের স্বার্থে আঘাত হানতে পারে। হামলার ধরন কেমন হতে পারে বা কি ধরনের অস্ত্র দিয়ে কোথায় আঘাত হানতে পারে তারও সম্ভাব্যতা যাচাই করছেন মার্কিন কর্মকর্তারা।

তারা বলছেন, প্রতিশোধ নিতে খুব বেশি সময় নেবে না তেহরান। আগামী সপ্তাহেই হতে পারে হামলা। আর এতে ব্যবহার করা হতে পারে শাহেদ কামিকাজে ড্রোন এবং ক্রুস মিসাইল। যার লক্ষ্যবস্তুতে হতে পারে ইসরাইলের দূতাবাস কিংবা কনস্যুলেট ভবন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ