24 C
আবহাওয়া
৩:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া গতির ইজিবাইকের ( টমটম) ধাক্কায় রুবায়েদ হোসেন নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পানিরছড়া বটগাছ তলা এলাকায় দ্রুত গতির টমটম শিশুকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

এ সময় আহত অবস্থায় শিশু রুবায়েদকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি জানান টমটম গাড়িটি জব্দ করা হয়েছে৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ