14 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » খুলনায় কার্গো জাহাজডুবি, নিখোঁজ ২

খুলনায় কার্গো জাহাজডুবি, নিখোঁজ ২


বিএনএ, খুলনা: খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এমভি থ্রি লাইট-১ নামে সারবোঝাই একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের দুইজন নিখোঁজ হয়েছেন।

রোববার (৭ এপ্রিল) দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ।

নিখোঁজ দুইজন হলেন- জাহাজের বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত।

এদিকে, খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক তিনটি টিম রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। এ ছাড়া তল্লাশি চালিয়ে নিখোঁজ দুইজনের সন্ধানও মেলেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে নদীর পাশে বসে ছিলাম। এ সময় হঠাৎ দেখি একটি জাহাজ রূপসা রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুইজন নিখোঁজ রয়েছেন।

জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছেন।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ