বিএনএ, বরিশাল: হঠাৎ কালবৈশাখীতে পিরোজপুর সদর উপজেলায় বেশ কয়েকটি এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। এতে পৌরসভার রানীপুর মরিচাল এলাকায় ঘরের ওপরে গাছ পড়ে একজন নিহত হয়েছেন। অনেক ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে ঝড়ে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ কালবৈশাখীতে এমন ক্ষয়ক্ষতি হয় বলে জানান পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার। এ ঘটনায় সকাল ১০টা থেকে সদর উপজেলায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
নিহত রুবি বেগম (২২) রানীপুর মরিচাল এলাকার মিরাজ সরদারের স্ত্রী। রুবি বেগমের আট মাসের মেয়ে মেহেজাবিনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় আরও কয়েক জন আহত হয়েছেন।
রুবি বেগমের স্বামী মিরাজ সরদার বলেন, ‘হঠাৎ করে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আমার পরিবার এ দুর্ঘটনায় পড়ে। এতে আমার স্ত্রী মারা যায় এবং আমার আট মাসের শিশুকন্যা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি/এইচমুন্নী