26 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ঝালকাঠিতে কালবৈশাখীর তাণ্ডবে শিশুসহ নিহত ৩

ঝালকাঠিতে কালবৈশাখীর তাণ্ডবে শিশুসহ নিহত ৩

ঝালকাঠিতে কালবৈশাখীর তাণ্ডবে শিশুসহ নিহত ৩

বিএনএ, বরিশাল: কালবৈশাখী ঝড়ে ঝালকাঠিতে বজ্রপাতে হেলেনা বেগম ও মিনারা বেগম নামে দুই নারী এবং মাহিয়া আকতার ঈশানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) কাঠালিয়া ও সদর উপজেলায় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালানো এই বজ্রসহ ঝড়ে ঝালকাঠি জেলার চার উপজেলায় শতাধিক বসতঘর ভেঙে পড়েছে। এ সময় গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ও কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, বজ্রপাতে কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ গাজিবাড়ি এলাকায় গরু আনতে গিয়ে হেলেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এদিন বজ্রপাতে মিনারা বেগম নামে আরও এক নারীর মৃত্যু হয়।

নিহত হেলেনা মুন্সিরাবাদ গাজিবাড়ি গ্রামের মৃত আলম গাজির স্ত্রী ও মিনারা বেগম ঝালকাঠি সদর উপজেলার শেকেরহাট গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী। এ ছাড়া পোনাবালিয়া গ্রামে গরু আনতে গিয়ে ঈশানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ