26 C
আবহাওয়া
২:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » পঞ্চগড়ে মুখ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল; গ্রেফতার ১

পঞ্চগড়ে মুখ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল; গ্রেফতার ১

মুখ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল

 

বিএনএ: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিঞা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্বাক্ষর জাল চক্রের সদস্য মো.মোজাম্মেল হক (৪৮) নামে এক নাপিতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। এর আগে, বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে হাঁস-মুরগী, ছাগল পোড়ানো ও বাড়িঘরে অগ্নিসংযোগের জন্য বিচারপ্রার্থী হিসেবে আসামিদের বিরুদ্ধে শাস্তির জন্য আবেদন জানায় আটককৃত মোজাম্মেল হক।

ওই আবেদনগুলোর স্বপক্ষে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিঞা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্বাক্ষর জাল করে পঞ্চগড় পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেয়া হয়।

পরে ওই দরখাস্তগুলোতে থাকা সিল ও সই দেখে সন্দেহ হলে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নেন পঞ্চগড়ের জেলা প্রশাসক। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন যে, মোজাম্মেলের দরখাস্তের জন্য কোনো নির্দেশনা দেয়া হয়নি। বরং, মুখ্য সচিবের দফতর ও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত হয় যে সিলমোহর ও সই জাল করা হয়েছে। পরে তাৎক্ষনিক মোজাম্মেল হকের বিরুদ্ধে বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চালায় পুলিশ। সদরের জালাসি এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করে পুলিশ। এ সময় সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজই তাকে আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করবে পুলিশ।

এদিকে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, মোজাম্মেল হককে গ্রেফতার ও তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক ঝিজ্ঞাসাবাদে তিনি স্বাক্ষর জালিয়াতি চক্রের সাথে জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে৷

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ