22 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সাত বছর পর সৌদি ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক

সাত বছর পর সৌদি ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক


বিএনএ, বিশ্বডেস্ক : মধ্যপ্রাচ্যের দুই বৈরি দেশ ইরান আর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ২০১৬ সালের পর প্রথমবারের মত সরকারি পর্যায়ে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) চীনের রাজধানী বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ বৈঠক হয়।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বেইজিংয়ে ইরানী পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদকে করমর্দন করতে উৎসাহ দিচ্ছেন চীনা পররাষ্ট্র মন্ত্রী।

এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা আগামী দুই মাসের মধ্যে তাদের দূতাবাস পুনরায় চালু করা এবং বিমান চলাচল আবার শুরু করার বিষয়ে আলোচনা করেছেন।

গত মাসে চীনের আহবানে দুই দেশ তাদের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারে রাজি হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ