23 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বহিস্কার রাশিয়া: ভোট দেয়নি বাংলাদেশ

জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বহিস্কার রাশিয়া: ভোট দেয়নি বাংলাদেশ

সাধারণ পরিষদ থেকে বহিস্কার রাশিয়া: ভোট দেয়নি বাংলাদেশ

বিএনএ, ঢাকাজাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বহিস্কার হলো রাশিয়া। তবে ভোটদানে বিরত থাকে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সাধারণ পরিষদে ভোটাভুটি হয়, এতে বহিস্কারের পক্ষে ভোট দেয় ৯৪ টি দেশ, বিপক্ষে ভোট দেয় ২৪ টি দেশ আর অনুপস্থিত ছিল ৫৮টি দেশ।

পক্ষে ও বিপক্ষে ভোট দেয়া দেশগুলোকে গণনায় ধরে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে প্রস্তাবটি পাস হয়েছে। ফলে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত হয়ে গেল।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিতের প্রস্তাবে এ ভোটাভুটি হয়।

ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর এটি জাতিসংঘের সাধারণ পরিষদে আনা তৃতীয় প্রস্তাব।

গত ২ মার্চ জাতিসংঘে ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা বন্ধ ও সেখান থেকে রুশ সেনাদের সরিয়ে নেয়ার প্রস্তাবেও ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

তবে ২৪ মার্চ সাধারণ পরিষদে ইউক্রেনের মানবিক বিষয়ে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ