বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ১৬ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত চলবে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা।তবে কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত তা এখনও সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত সম্মানিত ডিনবৃন্দের সময়ে অনুষ্ঠিত ১ম সভার সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগামী ১৬ আগস্ট ২০২২ তারিখ থেকে ২৫ আগস্ট ২০১৭ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো।
বিএনএ/ ওজি